Sukanta Majumdar

 10 total views

ভালো থাকতে চেয়ে
***********
                                  সুকান্ত মজুমদার

ঘুম আজ মৃতপ্রায় অনিমেষ চোখে

নিশিথের সূর্য হয়েছ বলে –

সোহাগী জোৎস্না বিলিন হয়
তোমার নামাঙ্কিত নিরাসক্ত গলিপথে
জমা ছ্যাপ ছ্যাপে বিরক্তির জলে।
অযথাই সেদিনের তুমিকে অন্যভাবে
ভেবে, দীর্ঘতর মাশুল গোনা –
কাচা আঙুলের খেয়ালে আঁকা
অসম্পূর্ণ তোমার বিশ্লেষণের হাসি ছবি
এখনো আমার জন্য হাসতে শিখলোনা।
যত সব কঠিন যৌক্তিক সমাপনে
আমার একান্ত ভালোথাকার প্রত্যাশা,
মাঝে মধ্যে দুএক পশলা বৃষ্টিময় তুমিতে
প্লাবন ভেবে ভাসতে পারার অভিলাষ
যা তখন ছিল,এখনো থাকলো
নিজেকে ভালো রাখবার বিরল ইচ্ছা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *